‘প্রতিচ্ছবি’ পত্রিকা আয়োজিত

।। সারা ভারত স্বরচিত কবিতা প্রতিযোগিতা ।।

  • কবিতা ২০ লাইনের মধ্যে ১টি পাঠাতে হবে।
  • স্বরচিত কবিতা অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
  • বাংলা ভাষার — ত্রিপুরা, আসাম সহ ভারতের সব কবিরা অংশ নিতে পারবেন।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হবে। ১০ জনকে ‘শংসাপত্র’ দেওয়া হবে।
  • ই-মেইল বা WhatsApp-এ Subject-এ লিখতে হবে — “কবিতা প্রতিযোগিতার জন্য”
  • কবিতা পাঠানোর শেষ তারিখ — ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • প্রবেশ মূল্য (Entry Fee): ₹৫০/-
  • ইমেইল: pratichchhabi@gmail.com

পাঠানোর ধরন:

প্রথমে লিখতে হবে ‘কবিতার নাম’, তারপর ‘কবির নাম’, এরপর মূল কবিতা (২০ লাইনের মধ্যে)। শেষে ইংরেজিতে ঠিকানা ও ফোন নাম্বার দিতে হবে।

স্বরচিত কবিতা / গল্প প্রতিযোগিতা

Protichchhabi পত্রিকার তরফ থেকে স্বরচিত কবিতা / গল্প পাঠানোর জন্য আপনাকে স্বাগতম।
অনুগ্রহ করে নিচের ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন।

💳 প্রদানের তথ্য

Protichchhabi পত্রিকার তরফ থেকে অংশগ্রহণ ফি প্রয়োজন।
বিকাশ / নগদ / রকেট / Google Pay / PhonePe নম্বর:
01XXXXXXXXX
পেমেন্ট করার পর Remarks ঘরে ট্রানজেকশন আইডি লিখে দিন।